অনুষ্ঠান বৈরি আবহাওয়ার কারণে বন্ধ
06 Jul 2024
Subject: অনুষ্ঠান বৈরি আবহাওয়ার কারণে বন্ধ

<p>নোটিশ নং-১৯/২০২৪ইং</p> <p>এতদ্বারা সাটুরিয়া ইউনাইটেড মডেল স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৭ জুলাই ২০২৪ রোজ রবিবারের অনুষ্ঠান বৈরি আবহাওয়ার কারণে আপাতত ইস্থগিত করা হয়েছে। বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম যথারিতি চলমান থাকবে । তাই সকল শিক্ষক ও শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।</p> <p>কর্তৃপক্ষ,</p> <p>সাটুরিয়া ইউনাইটেড মডেল স্কুল</p>